ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি অফিস হল রুমে কৃষি কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে কৃষক নেতৃত্বাধীন সমিতির সাথে অগ্রাধিকার ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষের নীতিমালা সংক্রান্ত পারামর্শ বিষয়ক এক কর্মশালা হয়েছে। আরডিএস’র বাস্তবায়নাধীন ‘ক্ষমতায়ন’ প্রকল্পের উদ্যোগে উপজেলা কৃষি অফিস হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে এ কর্মশালার আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা প্রাণি সম্পাদক অফিসার মোঃ আব্দুল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, উপজেলা সমবায় কর্মকর্তা ফাহমিদা আক্তার লিমা, ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা, শহিদুল হক সরকার, আব্দুল্লাহ আল আমিন জনি, কৃষক কোহিনূর বেগম, দিলরুবা সিদ্দিকা প্রমুখ।

উপজেলার ভাংনামারী, ডৌহাখলা ও রামগোপালপুর ইউনিয়নের ৪০টি কৃষকদলের প্রতিনিধি এ কর্মশালায় অংশগ্রহন করেন।