কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:১৪ এএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ অক্টোবর বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিম, সমাজসেবা কর্মকর্তা রিফ্ফাত জাহান ত্রপা, ভৈরব ফায়ার স্টেশন মাস্টার মো. আজিজুর হক রাজন প্রমুখ।

আলোচনা সভা শেষে আগুন নিভানোর জন্য প্রাথমিকভাবে করণীয় বিভিন্ন কৌশলগত দিক দেখিয়ে তা সম্পর্কে অবগত করে বিশেষ মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে ফায়ার স্টেশনের বিভিন্ন কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।