ভারতের কেরালায় ভূমিধসে মৃত্যু হয়েছে ১৮ জনের

আন্তর্জাতিক ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ১৭ অক্টোবর ২০২১ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের কেরালার কিছু অংশে ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো অনেকেই।

কেরালায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইদুক্কি ও কোট্টায়াম জেলা। পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনা ও নৌবাহিনীর বিশেষ টিম।

আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, রোববার সকাল পর্যন্ত ভারি বৃষ্টি অব্যাহত থাকবে।

এদিকে, রাজ্যের পত্থনমথিট্টা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিচুর, পলক্কড় জেলায় জারি রয়েছে রেড এলার্ট। এছাড়া, আরো ছয়টি জেলায় জারি রয়েছে অরেঞ্জ এলার্ট। এসব রাজ্য হলো তিরুঅনন্তপুরম, কোল্লাম, আলপ্পুঝা, পালাক্কড়, মলপ্পুরম, কোঝিকোড় ও ওয়ানাড়ে।

রাজ্যটির মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে উদ্ধার তৎপরতায় সব ধরনের সহযোগিতার কথা বলা হয়েছে সেনা ও নৌবাহিনীর সদস্যদের।