শেরপুরে আর্সেনিক ঝুঁকি নিরসনকল্পে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:২৪ এএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসনকল্পে শেরপুরে আর্সেনিক স্কিনিং কার্যক্রম এর অবহিতকরণ সভা ও জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, জনস্বাস্থ্ প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সামিউল হক, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞপিপি এডভোকেট চন্দন কুমার পাল, সদর উপজেলার চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজসহ আরও অনেকে।

অবহিতকরন সভা শেষে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ উপলক্ষে একই স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।