ময়মনসিংহের তারাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:০৮ এএম, ২২ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের হাটপাড়া এলাকায় রাংসা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত এ অর্থদন্ড দেন।

সরকারি নির্দেশ অমান্য করে বালিখা গ্রামের ড্রেজার মালিক বালু ব্যবসায়ী ফয়জুল হক রাংসা নদী থেকে বেশকিছু দিন যাবত বালু উত্তোলন করে আসছিলেন। বারবার সতর্ক করার পরেও কর্ণপাত না করেও অবৈধভাবে বালু উত্তোলনের কাজ অব্যাহত রাখেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন, তারাকান্দা থানার এএসআই মাহমুদ হাসান ও সঙ্গীয় ফোর্স।