সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক প্রধানমন্ত্রী: এনামুর রহমান

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:৪২ এএম, ২২ অক্টোবর ২০২১ শুক্রবার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের করিমপুর (কসবা) গ্রামের জেলে পল্লীতে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও সম্প্রীতি বিরোধীরা বাধাগ্রস্ত করতে চায়। সরকার যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতি পুষিয়ে দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তিনি সার্বক্ষণিক এ বিষয়ে নজর রাখছেন।
 
তিনি বলেন, দেশের অসহায় মানুষদের উপর জুলুম ও নির্যাতন করে কখনো দমিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা সংঘবদ্ধ হয়ে এর প্রতিবাদ করবে। 

এ সময় রংপুরের জেলা প্রশাসক আহসান হাবিব, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছায়াদৎ হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনি, সংশ্লিষ্ট রামনাথপুর ইউপি চেয়ারম্যান ছাদেক হোসেনসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ভুক্তভোগী জেলে পল্লীর বাসিন্দারা উপস্থিত ছিলেন।