ফের আলোচনায় আসলেন পরীমনি!

বিনোদন ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:১২ পিএম, ১২ নভেম্বর ২০২১ শুক্রবার

পরীমনি

পরীমনি

আবারো প্রমাণিত, গান কাঁটাতারের শাসন মানে না। প্রমাণ করলেন পরীমনি। সোমবার রাতে ‘প্রীতিলতা’-র কণ্ঠে শিলাদিত্য মৌলিকের ‘হৃৎপিণ্ড’ ছবির গান। যার সুরকার রণজয় ভট্টাচার্য। গানের ভিডিও ফেসবুকে পোস্ট করতেই অনুরাগীদের চর্চা শুরু। 

পরীর কণ্ঠের প্রশংসার পাশাপাশি আলোচিত হচ্ছে রণজয়ের নামও। পরীর অন্ধকার ঘরে টুনির রোশনাই। তিনি আবছা গলায় গাইছেন, কেন রোদের মতো হাসলে না! বাংলাদেশের প্রথম সারির নায়িকার জানলার বাইরেও নিঝুম অন্ধকার। দূরে বিন্দু বিন্দু জ্বলছে বহুতলের আলো। পরীমনি এক মনে তার ভালবাসা খুঁজছেন গানে গানে, আমায় ভালবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না! 

এদিকে পরীমনির পোস্ট করা ছবি বলছে, তার বোধ হয় মনখারাপ কলকাতার জন্য। কারণ, তার ফেসবুক ছেয়ে গিয়েছে কলকাতার ছবিতে। বিভিন্ন সময়ে আসা মুহূর্ত দিয়েই যেন দিনযাপন তার। 

গিটার হাতে ছবিতে নায়িকা স্পষ্ট জানিয়েছেন, দুঃখ ভুলতে গানেই আশ্রয় নেন তিনি। সেই জন্যই কি রণজয়ের গান বাছলেন? পরীমনি দুর্লভ। তার হয়ে উত্তর দিয়েছেন রণজয়, এই গানটি ভীষণ নরম। এর সুর অনুভূতিপ্রবণ মানুষের মন ছুঁয়ে গিয়েছে। তাই হয়তো ‘মন কেমনের জন্মদিন’ পরীমনিও ভালবেসেছেন।