খালেদা জিয়া বি‌দে‌শি ডাক্তারদের দে‌খি‌য়ে চি‌কিৎসা নি‌তে পারবেন: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:১০ এএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

‘বিএন‌পি চেয়ারপাসন বেগম খা‌লেদা জিয়া প্রিজনার। চাইলেই তিনি বিদেশ যেতে পারেন না। তবে তিনি চাইলে যে কোনো দেশ থেকে চিকিৎসক আনতে পারবেন।’

গতকাল সোমবার (২৯ ন‌ভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বি‌দে‌শি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শে‌ষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ কথা ব‌লেন।

তিনি বলেন, খা‌লেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে আইনের মধ্য দিয়ে তাকে যেতে হবে। তি‌নি চাইলে চি‌কিৎসাপত্র বি‌দে‌শি ডাক্তারদের দ্বারা দে‌খি‌য়ে চি‌কিৎসা নি‌তে পা‌রেন।

খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট বিদেশে পাঠানো হয়েছে বলেও পররাষ্ট্রমন্ত্রী জানান।
 
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বি‌দে‌শি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় নিযুক্ত বি‌দে‌শি কূটনী‌তিক‌দের বে‌শিরভাগই বৈঠ‌কে উপ‌স্থিত ছি‌লেন বলে জানা গেছে। বৈঠ‌কে কো‌ভিড-১৯, কপ-২৬, রো‌হিঙ্গা, জলবায়ুসহ এল‌ডি‌সি ইস্যু নি‌য়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, কূটনীতিকদের সঙ্গে কোভিড পরিস্থিতি, কপ-২৬, এলডিসি নিয়ে আলোচনা হয়েছে। জলবায়ুসহ বেশ কিছু খাতে বাংলাদেশের সংকট রয়েছে। এসব খাতে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।