ময়মনসিংহের ফুলপুরে ভর্তুকি মূল্যে ধান চারা রোপনযন্ত্র বিতরণ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:২০ পিএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে সরকার সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে ধান চারা রোপনযন্ত্র (রাইস ট্রান্সপ্লান্টার) বিতরণ করা হয়েছে। ৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের এ রোপনযন্ত্রটি (রাইস ট্রান্সপ্লান্টার) সরকারী ভর্তুকি মূল্যে ২ লাখ টাকায় পেয়েছেন পৌরসভার চরপাড়া গ্রামের কৃষক মোঃ নজরুল ইসলাম। এ যন্ত্রে ৩০ দিন বয়সী ১০০ গ্রাম ধানের চারা দিয়ে এক শতাংশ জমি রোপন করা যাবে। বীজের অপচয় রোধসহ ফলন ভাল হবে। রোপন খরচও অর্ধেক কমে যাবে।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ যন্ত্রটি বিতরণ করা হয়। এর আগে কৃষক নজরুল ইসলাম ভর্তুকি মূল্যে অত্যাধুনিক ধান কর্তন ও বীজ ধান বপন যন্ত্র পেয়েছেন। এবার উপজেলায় প্রথম ধান চারা রোপন যন্ত্রও পেলেন। তিনি বিএডিসি সহ বিভিন্ন জায়গায় বীজ ধান সরবরাহ করে থাকেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু জানান, আমরা কৃষকদের ভর্তুকি মূল্যে যন্ত্র দিয়ে থাকি। উনার মত আগ্রহী হয়ে কেউ এগিয়ে না আসায় দেয়া যাচ্ছে না।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ খামারবাড়ি শাখার অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, কৃষিবিদ মুনমুন রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।