শেরপুরে জঙ্গিবাদ ও প্রাসঙ্গিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:১৯ এএম, ৫ ডিসেম্বর ২০২১ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘আসুন জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে সাম্প্রতিক জঙ্গিবাদ ও প্রাসঙ্গিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ ডিসেম্বর শনিবার শহরের গৃর্দানারায়ণপুরস্থ আরডিএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থার জোট এ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট এজেন্সীস অব বাংলাদেশ (এডাব) আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। সভায় জঙ্গিবাদ প্রতিরোধে পারিবার ও সমাজে নৈতিক শিক্ষার এবং মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোধ করা হয়।

এডাব শেরপুর জেলা কমিটির সভাপতি নুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও এডাব পরিচালক জসিম উদ্দিন।

এডাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম, নাগরিক প্ল্যাটফরম জনউদ্যাগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, আরডিএস সভাপতি তরুণ চক্রবর্তী, ধর্মীয় শিক্ষক মাও. আহসান উল্লাহ, নারী নেত্রী লুৎফুন্নাহার, এনজিও প্রতিনিধি মোহসিনা আক্তার, যুব প্রতিনিধি শুভংকর সাহা প্রমুখ। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, ইমাম, উন্নয়ন কর্মীসহ অর্ধশতাধিক বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ওইসময় বক্তারা বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বের বিভিন্ন দেশেই বিভিন্ন আকারে প্রকারে এটি ভয়াল থাবা বসিয়ে যাচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। সাম্প্রতিক সময়ে এ দেশেও ভয়াবহ জঙ্গি সন্ত্রাস আমরা প্রত্যক্ষ করছি, যা হাজার বছরের সাম্প্রদায়িক সাংস্কৃতিক ভিত নাড়িয়ে দেয়ার উপক্রম করেছে। জাতি আজ শংকিত। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এদেশে সাম্প্রদায়িক রাজনীতির অনুপ্রবেশ হয়। মূলত সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে বীজ বপন হয় জঙ্গিবাদের। ফলশ্রুতিতে সৃষ্টি হয় জেএমবি, হরকাতুল জিহাদ ইত্যাদি। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় জঙ্গিবাদ এখন একটি অরোপিত অন্তরায়। তাই জঙ্গিবাদ নির্মূল এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, বহুবছর থেকেই জঙ্গিবাদ নিয়ে আমরা আতঙ্কে রয়েছি। যেকোন সময় দেশে জঙ্গিকার্যক্রম হতে পারে এমন ভয় সাধারণ মানুষের মধ্যে বিদ্যমান। তাই এ সমস্যাকে মোকাবেলার জন্য সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে সমন্বিত জাতীয় কর্মসূচি বাস্তবায়ন প্রয়োজন।