উত্তরায় রিকশাচালককে মারধরের অভিযোগে চীনা নাগরিক কারাগারে

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী উত্তরার ১৩ নম্বর সেক্টরের জমজম টাওয়ার এলাকায় ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে এক রিকশাচালককে মারধরের অভিযোগে চীনা নাগরিক ইউ হাও (৩৬) কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

ঢাকা মহানগর আতিকুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন চীনা নাগরিককে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ শরীফ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে শুক্রবার বিকেলে রাজধানী উত্তরার ১৩ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের রাস্তায় ওই চীনা নাগরিক এক রিকশা চালককে মারধর করেন বলে জানান এলাকাবাসী। এরপর তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনার পর ভুক্তভোগী রিকশাচালক মিজানুর রহমান বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোড থেকে জমজম টাওয়ারের সামনে ওই চীনা নাগরিককে নিয়ে আসেন রিকশাচালক মিজানুর রহমান। ইউ হাও তাকে ২০ টাকা ভাড়া দেন। রিকশাচালক ৩০ টাকা ভাড়া দাবি করলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইউ হাও তাকে লাথি মেরে রাস্তায় ফেলে মারধর করতে থাকেন। বিষয়টি দেখে সাধারণ জনগণ এগিয়ে গেলে ইউ হাও ছুরি বের করে রিকশাচালকের হাতে আঘাত করেন। তখন উত্তেজিত জনতা ইউ হাওকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।