ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:৩৫ এএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়সীমা, যোগ্যতা ও শর্ত জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তির আবেদন করতে হবে অনলাইনে www.shu.edu.bd/admission লিংক থেকে।

আবেদনের সময়সীমা : ৫ ডিসেম্বর ২০২১ সকাল ১০টা থেকে ২০ ডিসেম্বর ২০২১ রাত ১১.৫৯টা পর্যন্ত।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা


GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নেত্রকোনা জেলার রাজুর বাজার সংলগ্ন এলাকার ময়মনসিংহ-সুনামগঞ্জ সড়কের পাশে।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা

মোট আসন সংখ্যা ১২০টি। এর মধ্যে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি, বাংলা বিভাগে ৩০টি, ইংরেজি বিভাগে ৩০টি ও অর্থনীতি বিভাগে ৩০টি।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইন নাম্বার

ভর্তি সংক্রান্ত তথ্য জানতে কল করা যাবে হেল্পলাইন নাম্বারে (ফোন : ০২৯৯৭৭৩৫০০৮) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
চাইলে ইমেইলও (admission@shu.edu.bd) করা যাবে।