শুরুটা ভালো হয়েছে, শেষটাও ভালো হোক: ঐশী

বিনোদন ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ১ জানুয়ারি ২০২২ শনিবার

জান্নাতুল ফেরদৌস ঐশী

জান্নাতুল ফেরদৌস ঐশী

সুন্দরী প্রতিযোগিতা থেকে শোবিজে নাম লিখিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন একাধিক সিনেমায়। এরই মধ্যে মুক্তি পেয়েছে ঐশী অভিনীত দুটি সিনেমা। ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’।

মুক্তির অপেক্ষায় আছে আরও কয়েকটি সিনেমা। ৩১ ডিসেম্বর সারাদেশের ২৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘রাত জাগা ফুল’। মুক্তির প্রথম দিন থেকেই বিভিন্ন হলে ঘুরছেন ঐশী। 

সিনেমাটি নিয়ে আশাবাদী ঐশী বলেন, ‘যেহেতু আমার শুরুটা ভালোভাবে হয়েছে, আমি চাই শেষটাও ভালো হোক। অনেক দিন পর সিনেমা হলে মানুষ যাওয়া শুরু করেছে। একের পর এক সিনেমাও মুক্তি পাচ্ছে। দেশীয় সংস্কৃতি অনেক সুন্দরভাবে এ সিনেমায় তুলে ধরা হয়েছে।’

নতুন বছরের প্রত্যাশা কী? উত্তরে ঐশী বলেন, ‘নতুন বছর ভালো হোক। সবার অনেক ভালো হোক। ভালো উদ্দেশ্যে নিয়ে যারা কাজ করছে সিনেমায় এবং সিনেমার বাইরে সবার ভালো উদ্দেশ্যে সফল হোক।’

বরিশাল জেলার পিরোজপুরে বেড়ে উঠেছেন ঐশী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন। বাবার ইচ্ছা ছিল উচ্চ মাধ্যমিক শেষে দেশের বাইরে চলে যাবেন ঐশী। সে পরিকল্পনা নিয়েই ঢাকায় আসেন। আইএলটিএস করছিলেন। এরপর রেজিস্ট্রেশন করেন সুন্দরী প্রতিযোগিতার। প্রাথমিক বাছাই হওয়ার পর বাবার কাছে অনুমতি চান। বাবাও এক কথায় অনুমতি দিয়ে দেন। 

বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিবেশন বিজ্ঞান নিয়ে পড়ছেন ঐশী। ‘মিশন এক্সটিম’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘অডিশন দেওয়ার সময়ও বুঝতে পারিনি। আমাকে বলা হয়েছিল, এ অংশটুকু পড়। আমি পড়লাম। তারপর বুঝলাম আমি অডিশন দিয়েছি। আর সাইনিং করার মুহূর্তটা ছিল সবচেয়ে মজার। সানি ভাই হঠাৎ করেই বললেন, অফিসে আস। তারপর কাগজপত্র দিয়ে সাইন করতে বলছেন। আমি নার্ভাস হয়ে গেছিলাম। কলমটা দিতে যাচ্ছি, আবার সরিয়ে আনছি।’

ঐশী অভিনয় করেছেন ‘মিশন এক্সট্রিম-২’ সিনেমায়। এ ছাড়া ‘আদম’ শিরোনামের একটি সিনেমাতেও কাজ করেছেন তিনি। এ সিনেমার কয়েক লটের কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করার পরিকল্পনা চলছে। ‘আদম’ নির্মাণ করছেন আবু তাওহীদ হিরণ। ঐশীর বিপরীতে আছেন ইয়াশ রোহান।