ব্রাহ্মণবাড়িয়ায় সুষ্ঠুভাবে চলছে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:৪২ এএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সদর ও আশুগঞ্জে ঘন কুয়াশায় পঞ্চামধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই শীতের মধ্যে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সদর উপজেলার উরশীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান শেখ জানান, এ কেন্দ্রে ভোটাররা ঘন কুয়াশার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ কেন্দ্রে ৩০৬ ভোট গ্রহণ করা হয়েছে। এই কেন্দ্রে পুরুষ ও নারী ভোটার ২ হাজার ২৮১ জন। 

তিনি আরো জানান, এ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরো বাড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সদর ও আশুগঞ্জ উপজেলায় পঞ্চমধাপে ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।