শেরপুরের নালিতাবাড়ীতে ফাইজারের টিকা নিলো শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় করোনা মোকাবেলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রদান হয়েছে ফাইজারের টিকা। টিকা গ্রহণে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ১৬ জানুয়ারি রোববার দ্বিতীয় দিন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভীড়।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ দুটি কেন্দ্র করে এই টিকা কার্যক্রম পরিচালনা করেন। ১৫ জানুয়ারি শনিবার প্রথম দিনে ১ হাজার ৬২৬ জন শিক্ষার্থী ফাইজারের এই টিকা গ্রহণ করেছে এবং  রোববার ১ হাজার ১৫ জন শিক্ষার্থীকে টিকা প্রদান হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ।

জানা গেছে, নালিতাবাড়ীতে ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী ১৬ হাজার শিক্ষার্থীকে ২৯ জানুয়ারি পর্যন্ত ফাইজারের এই টিকা প্রদান করা হবে।

শিক্ষার্থীদের দাবি স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকা গ্রহণের সুযোগ থাকলে এমন ভীড় হতো না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ বলেন, ফাইজারের এই টিকা এসি রুমে প্রদান করতে হয়। পর্যাপ্ত এসি রুম না থাকায় মাত্র দুটি কক্ষে টিকা প্রদান করা হচ্ছে। তবে সোমবার থেকে ছেলে শিক্ষার্থীদের উপজেলা পরিষদ এবং মেয়েদের স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদানের ব্যবস্থা করা হবে।