ফেব্রুয়ারিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে এনটিআরসিএ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদ পূরণে আগামী মাসে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছেন তারা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই ইনডেক্সধারী হওয়ায় এবং নারী কোটা ও অন্যান্য ক্ষেত্রে যোগ্যপ্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ ফাঁকা রয়ে গেছে। শিক্ষক সংকট দূর করতেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে এনটিআরসিএ।

জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ফাঁকা পদগুলো পূরণের জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিলাম। মন্ত্রণালয় আমাদের অনুমতিও দিয়েছে। তাই শিগগিরই বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে যাচ্ছি আমরা। ফেব্রুয়ারির মধ্যেই এটি প্রকাশ করা হবে।

নারী কোটা আগেও পূরণ হয়নি, এবার হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যদি নারী কোটা পূরণ না হয় সেক্ষেত্রে কিভাবে এ পদ পূরণ করা যায়, সেটা নিয়ে আমরা সচিবদের সঙ্গে কথা বলবো।

১৬তম নিবন্ধনকারীদের বিশেষ গণবিজ্ঞপ্তির বদলে ই-রিকুইজিশনের মাধ্যমে চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবির বিষয়ে তিনি বলেন, আগে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো, এরপর চতুর্থ গণবিজ্ঞপ্তি। এ সময় বিশেষ গণবিজ্ঞপ্তিতে ১ থেকে ১৬তম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন বলেও তিনি জানান।