ময়মনসিংহে ষষ্ঠ ধাপে ২১ ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের দুই উপজেলা ভালুকা ও ফুলপুরে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

ভালুকায় ১১ ও ফুলপুরে ১০টিসহ মোট ২১টি ইউপিতেই ইভিএম পদ্ধতিতে হচ্ছে ভোট। এতে দুই উপজেলার ৫ লাখ ২৬ হাজার ৭০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ২১ ইউপিতে চেয়ারম্যান পদে ১১২ জন, সাধারণ সদস্য পদে ৮১০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

ভোটকেন্দ্র ও নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মাঠে সার্বক্ষণিক পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। 

জেলার ভালুকা উপজেলার ১১ ইউপিতে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৩৯৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করতে ইভিএমে ১২২টি কেন্দ্রে ভোট দিতে পারবেন মোট ভোটার ২ লাখ ৮৭ হাজার ৮৪২ জন ভোটার। 

অপরদিকে ফুলপুর উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৬২ জন। এখানে ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৫২ জন, সাধারণ সদস্য পদে ৪১৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করতে ইভিএমে ১০৫টি কেন্দ্রে ভোট দিচ্ছেন এ অঞ্চলের ভোটাররা। 

জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সারওয়ার বলেন, বিগত নির্বাচনের মতো এই নির্বাচনেও সব প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করি, শেষ পর্যন্ত সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।