সৌদি আরব জাতীয় দলের কোচ হলেন বাংলাদেশের জিয়াউল হক

স্পোর্টস ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৪২ এএম, ৭ জুন ২০২২ মঙ্গলবার

সংগৃহীত

সংগৃহীত

আরচারি এখন দেশের অত্যন্ত সম্ভাবনাময় একটি খেলা। আরচাররা দেশের জন্য সম্মান বয়ে আনছেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে। বাংলাদেশ আরচারিতে কতটা এগিয়েছে, তার সর্বশেষ উদাহরণ প্রশিক্ষক জিয়াউল হক। তাকে জাতীয় দলের কোচ নিয়োগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।

জিয়াউল হক বাংলাদেশ জাতীয় আরচারি দলের সহকারী কোচ। জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখের সঙ্গে কাজ করা কোচকে মনে ধরেছে সৌদি আরচারি ফেডারেশনের। এক বছরের চুক্তি হচ্ছে তার। মঙ্গলবার সকালে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

জিয়াউল হকের জন্য অবশ্য বিদেশি দলের দায়িত্ব পালন নতুন নয়। তিনি ২০১৪ সালেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার আমন্ত্রণে পাকিস্তান জাতীয় আরচারি দলে প্রথমবার ৩০ দিন, ২০১৮ সালে দ্বিতীয়বার ৭দিন এবং ২০১৭ সালে সোলেমান আইল্যান্ডে জাতীয় আরচারি দলে ১০ দিন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ২০১৫ সালে কলম্বিয়া আরচারি দলের আমন্ত্রণে দেশটির রাজধানী বোগোটার বিভাগীয় আরচারি দলের প্রশিক্ষক হিসেবে ১১ মাস দায়িত্বে ছিলেন বাংলাদেশি এই কোচ।