ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’!

ডেস্ক রিপোর্ট

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার

ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) দেয়া তথ্য অনুযায়ী, এ মুহূর্তে ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় নাম অলিভার। ২০১৩ সাল থেকে শুরু করে পরের টানা চার বছর ধরে সবচেয়ে বেশি রাখা নামের শীর্ষে রয়েছে এ নামটি। কিন্তু যদি মুহাম্মদ নামের বানানের বিষয়টি বিবেচনা করা হতো তাহলে এই পরিসংখ্যান সহজে বদলে যেত। মুহাম্মদ নামই হতো নামের তালিকায় সবচেয় শীর্ষে।

২০১৭ সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সে বছর ইংল্যান্ডে জন্ম নেয়া শিশুদের নামের তালিকার শীর্ষে ছিল অলিভার। ৬২৯৫ জনের নাম রাখা হয় অলিভার।

নামের তালিকার ১০ নম্বরে রয়েছে মুহাম্মদ। ৩৬৯১টি শিশুর নাম রাখা হয় মুহাম্মদ। কিন্তু ইংরেজিতে মুহাম্মদ নামের বানান করা হয়েছে ১৪ রকম ভাবে, মুহাম্মদ, মহম্মদ, মোহামেদ, মোহাম্মদ, মোহাম্মদ ইত্যাদি ইত্যাদি। ফলে সরকারি তালিকায় ভিন্ন ভিন্ন নাম হিসাবে বিবেচিত হয়েছে।

হিসাব করে দেখা গেছে একভাবে যদি এই নামের বানানটি লেখা হতো তাহলে মুহাম্মদ নাম রাখা শিশুর সংখ্যা হতো ৭,৩০৭। অর্থাৎ অলিভারের চাইতে এক হাজারেরও বেশি শিশুর নাম হতো মুহাম্মদ। মুহাম্মদ হতো ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম