ব্রাহ্মণবাড়িয়ায় ৫২ হাজার ৫৩২ পরিবারে চাল বিতরণ

ডেস্ক রিপোর্ট

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:১০ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার

সংগৃহীত

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলার ৫২ হাজার ৫৩২টি পরিবারে মাঝে এ চাল বিতরণ করা হয়।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা মাহবুব আলম জানান, ২০২২-২৩ অর্থ বছরের ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলা ও পাঁচটি পৌরসভার ৫২ হাজার ৫৩২টি পরিবারে মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়।

তিনি আরো জানান, জেলার আখাউড়া উপজেলায় ১ হাজার ৮১২, বাঞ্ছারামপুর উপজেলায় ২ হাজার ৮২৮, বিজয়নগর উপজেলায় ৭ হাজার ৫৭৭, সদর উপজেলায় ৭ হাজার ২৩৩, আশুগঞ্জ উপজেলায় ৩ হাজার ১৭৫, কসবা উপজেলায় ৩ হাজার ৭০৯, নবীনগর উপজেলায় ৫ হাজার ৬৪৮, নাসিরনগর উপজেলায় ১৩ হাজার ২১২ ও সরাইল উপজেলায় ৭ হাজার ৩৩৮ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।