চীনের সঙ্গে একাধিক চুক্তির সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:০০ এএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

চীনের সঙ্গে একাধিক চুক্তির সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চীনের সঙ্গে একাধিক চুক্তির সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের দুইদিনের সফরে বাংলাদেশ ও চীন একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করতে পারে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিকল্পিত সমঝোতা স্মারক ও চুক্তিগুলো বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। যদিও তালিকাটি এখনো চূড়ান্ত হয়নি। তবে পাঁচ-সাতটি হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক গভীর ও বিস্তৃত। দুই দেশ ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করবে।

শাহরিয়ার আলম জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী শনিবার সকাল ১১টায় এখানে পৌঁছানোর কথা রয়েছে এবং রোববার সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য একইদিনে মন্ত্রী ওয়াং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করবেন বলে জানান তিনি।