আমি মনে করি মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার স্মৃতি

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৪২ এএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

আমি মনে করি মানুষের  সবচেয়ে বড় সম্পদ হলো তার স্মৃতি

আমি মনে করি মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার স্মৃতি

“আমি মনে করি মানুষের  সবচেয়ে বড় সম্পদ হলো তার স্মৃতি। এটা হলো এক প্রকারের জ্বালানি। এটা পুড়ে এবং তোমাকে উষ্ণ করে।

আমার স্মৃতি হলো একটা সিন্দুকের মতো। এতে অনেকগুলো ড্রয়ার আছে। আমি যখন পনেরো বছরের বালক হতে চাই, তখন আমি নির্দিষ্ট একটি ড্রয়ার খুলি।

সেখানে আমি যে দৃশ্যপটগুলো দেখতে পাই, সেগুলো আমি বালক হিসেবে ‘কোবে’তে দেখেছিলাম।

আমি সেই সময়ের বাতাসের গন্ধ পাই, মাটি স্পর্শ করতে পারি এবং গাছের সবুজ রঙ দেখতে পাই। এবং একারণেই আমি একটা বই লিখতে চাই।”