ঘরে বসে আয় করার সেরা পাঁচ অ্যাপ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ৪ মে ২০২০ সোমবার

ঘরে বসে কীভাবে আয় করা যায় যায়, তা নিয়ে অনেক আগে থেকেই ভাবছে মানুষ। অনলাইনে আয়ের নানা পথও তৈরি হয়েছে। অনলাইনে কাজ করে আয় করতে গেলে কিছু অ্যাপের শরণাপন্ন হতে হবে আপনাকে। তেমন পাঁচটি অ্যাপ নিয়ে এই আয়োজন—

৯৯ ফ্রিল্যান্স

অনলাইনে অর্থ উপার্জনের জন্য ‘৯৯ ফ্রিল্যান্স’ খুবই জনপ্রিয়। ব্রাজিলিয়ান প্ল্যাটফর্মটির মাধ্যমে আপনি নানা রকমের কাজ করে উপার্জন করতে পারেন। এটির সাহায্যে আপনি প্রোগ্রামিং, ফটো বা ভিডিও ডিজাইন, অনুবাদসহ অনেক ধরনের কাজ করে ডলার পেতে পারেন।

ব্লেব্ল্যাকার

যারা প্রচুর জায়গা ভ্রমণ করেন তাদের জন্য অতিরিক্ত আয়ের সেরা অ্যাপ এটি। ব্লেব্ল্যাকার-এর সাহায্যে আপনি যখনই ট্রিপ করবেন তখন প্রচুর অর্থ সাশ্রয় করতে পারবেন। বিনিময়ে তাদেরকে ভ্রমণের তথ্য ও ছবি দিতে হবে।

ডগহিরো

পোষা প্রাণী যারা পছন্দ করেন তাদের জন্য অতিরিক্ত আয়ের দুর্দান্ত উপায় ‘ডগহিরো’। এটি পোষা এয়ারবিএনবি বা পোষা হোটেল হিসাবে কাজ করে। এটির সাহায্যে আপনি অর্থের বিনিময়ে পোষা প্রাণীর সেবার করবেন।

স্লাইডজয়

আয় করার জন্য এটি খুবই সাধারণ পন্থা। স্লাইডজয়-এর মাধ্যমে আপনি বিজ্ঞাপন দেখে নির্দিষ্ট পরিমাণ ডলার আয় করতে পারবেন।

আপওয়ার্ক

আপওয়ার্ক ফ্রিল্যান্সারদের জন্য আরেকটি অ্যাপ। এটির সাহায্যে আপনি বিভিন্ন কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। যেমন- লেখালেখি, সম্পাদনা এবং ডিজাইনে কাজ করতে পারেন।