কিশোরগঞ্জের নিকলীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৩০ অক্টোবর ২০২২ রোববার

কিশোরগঞ্জের নিকলীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত

কিশোরগঞ্জের নিকলীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত

কিশোরগঞ্জ নিকলীতে গতকাল ২৯ অেক্টোবর ২০২২ শনিবার সকাল ১০ ঘটিকায় সময় নিকলী থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নিকলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আক্তারুজ্জামান খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, নিকলী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনসুর আলী আরিফ। র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটন। 

অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন নিকলী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ রিয়াজুল হক আয়াজ। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আবু বাক্কার সিদ্দিক, নিকলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ, গুরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোতা মিয়া, সিংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী, ছাতিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামছুজ্জামান চৌধুরী ইয়ারখান, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ জাকির হোসেন বাতেন, নিকলী থানার এস.আই মোঃ রিয়াদ হাসান, এস.আই সোহেল সরকার, এস.আই মোঃ ইকবাল হোসেন, এস.আই মোঃ তারিকুল ইসলাম, এস.আই মোঃ আফজ্জাল হোসাইন, এস.আই মোঃ সিরাজুল হক চৌধুরী, এস.আই মোঃ এমদাদুল হক, এস.আই জুবায়ের হোসেন, এস.আই আমিনুল ইসলাম সহ নিকলী থানার সকল পুলিশ সদস্যগণ, সাংবাদিক জয়দেব আচার্য্য, সাংবাদিক আব্দুর রহমান রিপন, সাংবাদিক হেলাল উদ্দিন, কারপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারিক, সাবেক ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম স্বাধীন, যুবলীগ নেতা মোঃ আল আমিন, মোহন কারার, নিকলী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন (মেম্বার)।