কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ১ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে পৌর শহরের ডাক বাংলা মোড় থেকে রেলওয়ে স্টেশন হয়ে স্টেশন সংলগ্ন কালভার্ট পর্যন্ত ২০ লাখ টাকা ব্যয়ে ৫২৫ মিটার রাস্তার উন্নয়ন কাজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমন সরকার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী নাজমুল জিসান, পৌর কাউন্সিলর মো. সেলিম মিয়া, পৌরসভার সচিব কারার দিদারুল মতিন, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক আলি হায়দার শাহিন ও সাংবাদিক মো. সবুজ মিয়া প্রমুখ। রাস্তা নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান বিসমিল্লাহ এন্টারপ্রাইজ।