কবিতা পর্ব: লাশফুল ও দুঃখপুর

সাইফুল ইসলাম

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:১৬ পিএম, ৬ নভেম্বর ২০২২ রোববার | আপডেট: ১২:১৭ পিএম, ৬ নভেম্বর ২০২২ রোববার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লাশফুল

দুঃখ যদি পাও
দগ্ধ দুপুরে
মুখে নিয়ে বেদনার লাশফুল
ওই দূরের বনে
হারিয়ে যাও আনন্দচিত্তে

বুকের ভিতরে
মহামান্য হাইকোর্ট বসিয়ে
লাভ নেই সাধু
ক্লান্ত বিকেলে
বাঘের কাছে
মিছেমিছি জবানবন্দি

ওই দূরের বনে
মুখে নিয়ে বেদনার লাশফুল
হারিয়ে যাও
দগ্ধ দুপুরে।

****

দুঃখপুর

এই যে শীত এলো
নববধূ করে নিয়ে গেল তোমারে
এই যে তুমি দেখতে পাচ্ছো না নিজেরে

এত বড় ঘোমটা মাথায়
শাড়ির আঁচলে লুকিয়ে রেখেছো গোপনীয়তা
কার হাত ধরে দিয়েছিলে কথা?
ফুলের ঘ্রাণে হয়েছিলে মাতোয়ারা

কার সাথে হলো তোমার বসতি?
সুখের জংশনে বৃথা তোমার সাধনা
ডুবে গেল তোমার পিরিতি

কাঁচের বোয়ামে বন্দি সেই প্রেম
তোমার দেহ কি তবে এখন কাঁটাতারের বেড়া?
জানি হারিয়ে ফেলেছো মনের সুর
আর কতদূর, আর কতদূর
তোমার ভুলের দুঃখপুর?