নেত্রকোণার কেন্দুয়ায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:১৫ এএম, ৯ নভেম্বর ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাঠজুড়ে এখন সবুজের সমাহার। যেদিকে নজর যায় শুধু সবুজ আর সবুজ। ঋতু শরৎকে বিদায় দিয়ে হেমন্তকে বরণ করেছে প্রকৃতি।কৃষি প্রধান দেশ বাংলাদেশ।

বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার দিগন্ত জুড়ে খোলা মাঠে দুলছে এখন কৃষকের কাঙ্খিত স্বপ্ন। সবার চোখে নজর কাড়ছে আমান ধানের ফসলের ক্ষেত।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমান মৌসুমে কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২০ হাজার ৪০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদের লক্ষমাত্রা অর্জিত হবে। এর মধ্যে হাইব্রিড ধানী গোল্ড, এগ্রো- ১২,১৪ সিনজেনটা ১২০৩, লাল তীর গোল্ডেন, আমন বিআর ১১,২২,২৩, ব্রী ধান ৩২,৩৩,৩৪,৪৯,৫১,৫২, বিনা ৭,১৭ এছাড়াও দেশীয় বোরো আবজি, কালো জিরা,তুলসি মালা ধানের আবাদ করা হয়েছে। এসব জমির বর্তমান অবস্থা খুবই ভাল।

উপজেলার কৃষি কর্মকর্তা এ কে এম শাহজাহান কবিরের নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে মাঠে গিয়ে কৃষকের ক্ষেতে কঞ্চি পুতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে এ সমস্ত জমির কঞ্চিতে পাখি বসে জমির ক্ষতিকর পোকা নিধন করতে পারে। সেই সাথে পরিচর্যা করে কমমাত্রায় কীটনাশক প্রয়োগ করে অধিক ফলনের কলা কৌশলও কৃষকদের শিখানো হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার এ কে এম শাহজাহান কবির আরও জানান, উপসহকারী কৃষি কর্মকর্তাদের সার্বিক তদারকির ফলে এবার আমন ধান ক্ষেতের ক্ষতিকর পোকার আক্রমণ করতে না পারায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা ব্যক্ত করেন।