শেরপুরের নকলায় ৫ হাজার ৫শ জন কৃষক পেল প্রনোদনার বীজ ও সার

নিজস্ব প্রতিবেদক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:৫২ পিএম, ৯ নভেম্বর ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় রবি মৌসুমে শীতকালীন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার ৫শ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রনোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৮নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্য়ালয়ের আয়োজনে পরিষদ চত্বরে জনপ্রতি ১কেজি সারিষা বীজ, ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়।

প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার।