বিশ্বের গভীরতম সামুদ্রিক খাদে অভিযান চালাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: স্ট্রাইভার

ছবি: স্ট্রাইভার

বিশ্বের গভীরতম সামুদ্রিক খাদ হিসেবে পরিচিত প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে অভিযান চালাচ্ছে চীন।

শুক্রবার মারিয়ানা ট্রেঞ্চে অভিযানরত একটি চীনা ডুবোযানের ভিডিও চিত্র সম্প্রচার করা হয়। ওই ডুবোযানে আছেন তিনজন গবেষক।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে বলা হয়, ডুবোযানটির নাম ‘ফেনদৌজা’ বা ইংরেজিতে ‘স্ট্রাইভার’। ওই যান চলতি মাসের প্রথম দিকে সমুদ্রপৃষ্ঠের ১০ হাজার ৯০৯ মিটার নিচে নেমে জাতীয় রেকর্ড করেছে।

ভিডিও চিত্রে দেখা যায়, সবুজ ও সাদা রঙের মিশেলের ডুবোযানটি সমুদ্রের গভীরে নামছে। এর চারদিকে ছিল বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ। একপর্যায়ে ডুবোযানটি সমুদ্রের তলদেশে অবতরণ করে।

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সের গবেষক ঝু মিন বলেন, অভিযান প্রকৃতপক্ষে সফল হয়েছে দাবি করতে দু'টির বেশি পরীক্ষামূলক অভিযানের প্রয়োজন রয়েছে।

এই অভিযানে চীনের গবেষকেরা মারিয়ানা ট্রেঞ্চের জীববৈচিত্র্যের ওপর গবেষণা করবেন। তারা সেখান থেকে জীববৈচিত্র্যের নানা নমুনা সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে রোবট ব্যবহার করা হবে। এ ছাড়া শব্দ তরঙ্গ ব্যবহার করে চারপাশের পরিস্থিতি পরখ করা হবে।