ঐক্যবদ্ধ হলে মৌলবাদী গোষ্ঠী লেজ গুটিয়ে পালিয়ে যাবে: নওফেল

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘মৌলবাদী গোষ্ঠী হুমকি-ধামকি দিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে। আমরা যারা মুক্তিযুদ্ধের মূল নীতি-আদর্শে বিশ্বাসী রাজনৈতিক কর্মী, আমরা যদি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করি, এরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে।’

শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে একটি সাপ্তাহিক পত্রিকার অষ্টম বষপূর্তি উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য উপমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকারের নামে আজ ধর্মীয় অনুষ্ঠান করে কেউ কেউ রাজনৈতিক কথাবার্তা বলছে, নিজের রাজনৈতিক খায়েশ মেটানোর চেষ্টা করছে।’

মন্ত্রী বলেন, ‘পারিবারিক পরিচয়ে কেউ মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে হবে তা কিন্তু নয়, আওয়ামী লীগ হবে তা তো নয়ই। আমাদের মধ্যে অনেকে আছেন পারিবারিকভাবে এক আদর্শে, কিন্তু ব্যক্তিগতভাবে সে অন্য আদর্শের।’

‘আবার অনেকে পারিবারিকভাবে মুক্তিযুদ্ধের আদর্শের বিপক্ষে, কিন্তু সে ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের আদর্শে থেকে কাজ করতে চায়। সুতরাং আওয়ামী লীগ পরিবারে জন্মগ্রহণ করলেই যে আওয়ামী লীগ হবে তেমন নয়।’