সচেতনতা বৃদ্ধি করতে মাস্ক হাতে রাস্তায় এমপি ও ইউএনও

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৩৫ এএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনামূলক মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে 'মাস্ক নো সার্ভিস' স্লোগানকে সামনে রেখে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরশাদ উদ্দিন পথচারী, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালক যাত্রী এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদের সামনের বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তায় সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে দেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঞা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ উদ্দিন বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা ও বিদ্যমান আইন বাস্তবায়ন করতে আমরা সবাই মিলে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে চাই। এর মধ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে সারা উপজেলায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি সরকারি বেসরকারি দপ্তরে মাস্ক ছাড়া কেউ এলে তাকে কোন সহযোগিতা করা হবে না।

মাস্কের ব্যবহার নিশ্চিত করতে একযোগে আজ সমগ্র উপজেলাব্যাপী মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। প্রাণ'ঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমাদের একমাত্র হাতিয়ার হচ্ছে মাস্ক।