ত্রিশালের ইউনিয়ন পর্যায়ে মাস্ক বিতরণ ও করোনা সচেতনতা তৈরীতে ক্যাম্পেইন

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৩১ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিশ্ব করোনা মহামারী ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি ও সচেতনতা ও মাস্ক পড়ার মাধ্যমে সুরক্ষিত থাকার লক্ষ্যে জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশে ও ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম তুষারের সহায়তায় ময়মনসিংহে ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের স্বেচ্ছাসেবক টিম রবিবার সকালে বিভিন্ন স্পটে মাস্ক বিতরণ করে।

এসময় কাঁঠালের ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাস্ক বিতরণ ছাড়াও সচেতনতার লক্ষ্যে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসাধরনকে উদ্ভুদ্ধ করে। সেচ্ছাসেবকটিমের সাথে এসময় কাঁঠাল ইউনিয়ন এর চেয়ারম্যান মাস্ক বিতরণে অংশগ্রহন করেন।

সেচ্ছাসেবক টিমের সদস্যরা কাঁঠাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন,কাঁঠাল বোর্ডঘর বাজার,কালীর বাজার,ফাতেমানগর রেল স্ট্রেশন,বানিয়াধলা মোড়, কাঁঠাল ভূমি অফিস সংলগ্ন কাঁচারী মোড়,তেঁতুলিয়া পাড়া,নলচিড়া,দঁড়ি কাঁঠাল বাজার ,কালীর হাট বাজার ,মিলন বাজার এলাকায় জনগণকে মাস্ক পড়ার পাশাপাশি সচেতনাতা তৈরিতে ক্যাম্পেইন করেন।