সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে চলছে লেনদেন

অর্থনীতি ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম দুই ঘণ্টায় সবগুলো সূচকের উত্থানে চলছে লেনদেন। এই দুই ঘণ্টায় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৬১৭ কোটি টাকা। বেড়েছে বেশিরভাগ কোম্পানির দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই এক্স ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৮৪১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২০৭ পয়েন্টে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০০টি কোম্পানির। দর কমেছে ৮৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির দর।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সবগুলো সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানি ও ইউনিটের দর। মঙ্গলবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২০৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৩টি কোম্পানির। দর কমছে ৬২টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির। দুই ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার টাকা।