ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা দখলে মরিয়া বিএনপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ৩০ নভেম্বর ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষমতায় যেতে বারবার ব্যর্থ হয়ে এবার অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের সুযোগ খুঁজছে বিএনপি। দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্যে এমনটাই স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

সম্প্রতি এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটা সুযোগ ও একটা পরিবেশের অপেক্ষায় আছি। তবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের কোন ধরনের সুযোগের অপেক্ষায় আছেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের রাজনীতিতে বারবার শোচনীয় পরাজয় হয়েছে বিএনপির। তাই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা দখল করতে দলের নেতা-কর্মীরা নানা ধরনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। আর গয়েশ্বর চন্দ্র রায় অবচেতন মনে সেই ষড়যন্ত্রের কথাই প্রকাশ করে দিয়েছেন।

তাদের মতে, জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন বিএনপি নেতারা প্রতিনিয়ত ষড়যন্ত্রের মাধ্যমেই ক্ষমতায় যেতে মরিয়া। বিএনপি জন্মলগ্ন থেকেই সুযোগসন্ধানী ও অগণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তাই তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সুযোগ নিতে চায়। সর্বদা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

আর বিএনপির অগণতান্ত্রিক রাজনীতির বলি বারবারই হয়েছে রাষ্ট্র ও জনগণ। তবে যতই অপচেষ্টা করুক, তাদের অসৎ ইচ্ছা আর কখনোই পূরণ হবে না বলেও মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

গয়েশ্বর চন্দ্র রায় কোন সুযোগের কথা বলেছেন- জানতে চাইলে পরিচয় গোপন করার শর্তে দলের আরেক নীতিনির্ধারক বলেন, গয়েশ্বর চন্দ্র রায় সব সময়ই বেশি কথা বলেন। তিনি রাজনীতি বুঝেন না। তাই উল্টাপাল্টা কথা বলে সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন।

তিনি বলেন, বেশি কথা বললেই নেতা হওয়া যায় না। তাই কথা বলার সময় আমাদের সচেতন হয়ে কথা বলা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ
জনপ্রিয়