ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

অর্থ আত্মসাতের মামলায় ৭ বিদেশিসহ ৯ জনের রিমান্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ১৪ জানুয়ারি ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় সাত বিদেশি নাগরিকসহ নয় জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালত শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- নাহিদুল ইসলাম (৩০) ও সোনিয়া আক্তারকে (৩৩), ওডেজে ওবিন্না রিবেন (৪২), নটোম্বিকনা (৩৬), ইফুইন্নয়া ভিভান (৩১), সানডে ইজিম (৩২), চিনেডু নিয়াজি (৩৬), কোলিমন্স তালিকে (৩০) ও চিঢিম্মা ইলোফোরকে (২৬)।

এদিন নয় আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হাফিজুর রহমান তাদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। 

এসময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই বাংলাদেশির দুই দিন করে এবং সাত বিদেশির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, অভিযানে রাজধানীর পল্লবী থানা, রূপনগর থানা ও দক্ষিণখান থানা এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আটটি পাসপোর্ট, ৩১টি মোবাইল, তিনটি ল্যাপটপ, একটি চেক বই ও প্রায় লাখের বেশি টাকা। পরে তাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা দায়ের করা হয়।

সর্বশেষ
জনপ্রিয়