ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আওয়ার শেরপুরের আয়োজনে ‘কাস্টমার মিটআপ’ অনুষ্ঠান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ৫ ডিসেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ক্রেতা-বিক্রেতার মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে আওয়ার শেরপুর ডটকম আয়োজন করেছিল ‘কাস্টমার মিট অ্যান্ড গ্রিট ইন মোহাম্মদপুর। শুক্রবার দিনব্যাপী রাজধানীর মোহাম্মদপুর ক্লাবমিক্স রেস্টুরেন্টে অনুষ্ঠানটি হয়। এতে অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা।

কাস্টমারদের সাথে সুসম্পর্ক তৈরি ও পরামর্শ গ্রহন করতে গত শুক্রবার কাস্টমার মিট এন্ড গ্রিট প্রোগ্রাম আয়োজন করে ’আওয়ার শেরপুর’। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মনে করে প্রোডাক্ট ও সার্ভিস উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রেতার মতামত। তাই তাদের সাথে সুসম্পর্ক তৈরি করা প্রয়োজন।

আওয়ার শেরপুর এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেনের স্বাগত বক্তব্যে শুরু হয় কাস্টমার মিট এন্ড গ্রিট। এতে উপস্থিত ছিলেন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ বা ইক্যাবের প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি রাজীব আহমেদ ও  রাইজিংবিডি ডটকমের উদ্যোক্তা ও ক্যাম্পাস সম্পাদক হাকিম মাহি, সহ প্রায় ৬০ জন ক্রেতা।

আওয়ার শেরপুর এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন বলেন, ”কাস্টমার মিট এন্ড গ্রিট ” প্রোগ্রাম কাস্টমারের চাহিদা ও মতামত জানার চমৎকার সুযোগ করে দেয়। এর ফলে তাদের সাথে সুসম্পর্ক ও নতুন সুযোগ প্রতিষ্ঠা হয়। যা দীর্ঘ মেয়াদী সাফল্যের ভিত তৈরি করে।

কাস্টমার মিটআপের উপকারিতার কথা বলতে গিয়ে ই-ক্যাবের সাবেক প্রতিষ্ঠাতা ও উইয়ের উপদেষ্টা রাজিব আহমেদ বলেন, আমি আশা করি উদ্দোক্তারা একে অন্যের সাথে পরিচিতি হবে এবং এর ফলে এক সময় তারা ৪-৫ জন মিলে দেশি পন্যের ইভেন্ট বড় আকারে করতে পারবে অনেক কাস্টমার দের নিয়ে ।

আনান’স ক্যারাভ্যানের স্বত্বাধিকারী সৈয়দা লুৎফুন নাহার বলেন, আওয়ার শেরপুর এর দ্বিতীয় কাস্টমার মিটআপে কাস্টমার কম, শুভাকাঙ্ক্ষী বেশী। এটি ছিলো কাস্টমারদের দারুন সব গল্প শোনার অভিজ্ঞতা। এক একটা গল্পে উঠে এসেছে আপনজনের পরিতৃপ্তির কথা। এইভাবেই আমাদের জীবন গল্প, ভালোবাসা আর ভরসার জায়গা হয়ে উঠুক আওয়ার শেরপুর ও প্রতিটি পণ্য।

দিনব্যাপী প্রোগ্রামে নিজেদের কেনাকাটার অভিজ্ঞতা, মতামত ও বিভিন্ন পরামর্শ দেন ক্রেতারা। কাস্টমার মিট এন্ড গ্রিট প্রোগ্রামে তিনটি স্পন্সর স্টলে বিক্রি হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়