ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আগামী ৯ ফেব্রুয়ারি নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০, ২৫ জানুয়ারি ২০২২  

নাসির ও তামিমা

নাসির ও তামিমা

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 

ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন। এ মামলার অপর আসামি হলেন- তামিমার মা সুমি আক্তার। 

এদিন নাসির-তামিমাসহ তিন আসামি আদালতে উপস্থিত হন। এরপর আসামিদের নির্দোষ দাবি করে আইনজীবীরা তাদের অব্যাহতির আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। 

এর আগে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে আদালতে এ মামলা করেন।

এরপর গত বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে পিবিআই’র পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমান তিনজনকে দোষী উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেন।

সর্বশেষ
জনপ্রিয়