ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আজ আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ১০ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেজন্য গতকাল সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে গেছে টাইগারদের যাত্রা। ফলে আজ (রোববার) ওমান থেকে চার্টার্ড ফ্লাইটে আরব আমিরাতে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। একই ফ্লাইটে যাবে শ্রীলংকা ও ওমান ক্রিকেট দলের খেলোয়াড়রাও।

সূচি অনুযায়ী আগামী ১২ ও ১৪ তারিখে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ শেষে আবার ওমানে ফিরবে টাইগাররা। সেখানেই শুরু হবে তাদের বিশ্বকাপের প্রথম পর্ব।

১৭ অক্টোবর বিশ্বকাপের শুরুর দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের সুপার টুয়েলভ খেলতে প্রথম পর্বের ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলতে হবে টাইগারদের।

গ্রুপ সেরা হতে পারলে বিশ্বকাপের মূল পর্বের গ্রুপ ‘বি’তে যোগ দেবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও গ্রুপ ‘এ’ রানার্স আপ দল।

সর্বশেষ
জনপ্রিয়