ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আটপাড়ায় গৃহহীনদের পুনর্বাসন প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ২৯ নভেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নেত্রকোনার আটপাড়ায় শনিবার ভূমি ও গৃহহীনদের পুনর্বাসন প্রকল্প গুচ্ছগ্রাম ২য় পর্যায়ে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে খাস জমি বন্দোবস্ত প্রদান পূর্বক একক গৃহ নির্মাণের মাধ্যমে প্রায় এক একর জমির উপর ১৬টি পরিবারের পূনর্বাসনের জন্য এই গৃহ নির্মাণ করা হচ্ছে। 

অফিস সূত্রে জানা যায়, প্রায় এক একর ভূমির উপর মোট ২২টি পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হবে। আটপাড়া উপজেলার সকল ইউনিয়নের সোনাজুর গ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার বিভাগ নেত্রকোনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিয়া আহম্মেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, নির্বাহী নির্বাহী অফিসার মাহফুজ সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, ৭নং সুখারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিন খোকন তালুকদার, ৬নং দুওজ  ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান আবদুস সেলিম মনি, আটপাড়া উপজেলা ভূমি দপ্তরের সার্ভেয়ার নাসির উদ্দিন, সুখারি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম মাস্টার, আটপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন খন্দকার, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ রাশেদুল হাবিব ভূঁইয়া ইকবাল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

প্রকল্পটি বাস্তবায়ন হলে গৃহ, ভূমিহীন, অসহায় মোট ২২ টি পরিবারের মাথা গোঁজার জায়গা হল। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সমস্ত প্রকল্প ঘুরে দেখেন এবং কাজের সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়