ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আবারোও শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৮, ১৩ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

করোনার (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে গত ৪ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছিল পাকিস্তান সুপার লিগের খেলা। তবে খেলা মাঠে ফেরাতে খুব বেশি সময় নিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ১ জুন থেকে পিএসএল এর দ্বিতীয় পর্ব মাঠে গড়াচ্ছে। আর খেলা শেষ হবে ২০ জুন। পিসিবির বোর্ড অব গভর্নরদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, সবগুলো ম্যাচ করাচির মাঠে ১৮ দিনে শেষ হবে। প্রথম রাউন্ডের খেলা হবে টানা ১৬ দিন, ম্যাচ হবে ১৮টি। কোয়ালিফায়ার পর্বের চার ম্যাচে রয়েছে দুইদিন বিরতি।

করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে একটি বায়ো সিকিউর বাবল তৈরি করে করাচিতেই সবগুলো ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থগিত হওয়ার আগে টুর্নামেন্টের ১৪টি খেলা মাঠে গড়িয়েছিল। এবার দ্বিতীয় দফায় বাকি ২০টি ম্যাচ খেলা হবে।

এবার যেসব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টিম অফিসিয়ালরা খেলবেন, তাদের সবাইকে করাচিতে একটি হোটেলের আলাদা আলাদা কক্ষে সাতদিনের কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে। যা শুরু হবে ২২ মে থেকে। পরে তিনদিনের অনুশীলন করে তারা মাঠে নামবেন।

সর্বশেষ
জনপ্রিয়