ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ইতিহাসের আজকের দিনে (১১ এপ্রিল)

ফিচার ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৭, ১১ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

আজ ১১ এপ্রিল ২০২১, রবিবার, ২৮ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৭ শাবান ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ১০১তম দিন। বছর শেষ হতে আরো ২৬৪ (অধিবর্ষে ২৬৫) দিন বাকি রয়েছে।

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। 

চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-  

ইতিহাসের পাতায় আজকের দিনটি
১৯০৫ - আইনষ্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব (থিওরী অফ রিলেটিভিটি) প্রকাশ করেন। 
১৯১৯ - আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৩১ - আজকের দিনে বাংলা চলচ্চিত্র জগতে অমর চৌধুরী পরিচালিত, মদন থিয়েটার কোম্পানির প্রযোজনায় সৃষ্ট প্রথম স্বল্পদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী মুক্তি পায়।
১৯৭০- এপোলো ১৩ উৎক্ষেপণ করা হয়।
১৯৭১- স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়।
১৯৭১ - তাজউদ্দীন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

ইতিহাসের এই দিনে যাদের জন্ম
১৮২৫ - ফের্দিনান্দ লাসালে, একজন জার্মান বিচারক, দার্শনিক, এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী।
১৮৬৯ - কস্তুরবা গান্ধী , ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও মহাত্মা গান্ধীর পত্নী।
১৮৮৭ - যামিনী রায় ভারতীয় চিত্রশিল্পী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় অনুগামী।
১৯০৪ - কুন্দনলাল সায়গল ভারতীয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা।
১৯৫৩ - অ্যান্ড্রু ওয়াইল্‌স, ইংরেজ গণিতবিদ।

ইতিহাসের এই দিনে যাদের মৃত্যু
১৮৯৫ - ইউলিয়ুস লোটার মাইয়ার, জার্মান রসায়নবিদ।
১৯৮৩ - দোলোরেস দেল রিও, মেক্সিকান অভিনেত্রী।

দিবস 
জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস, ভারত।

সর্বশেষ
জনপ্রিয়