ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইতিহাসের এই দিনে : ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফ্রান্স

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ৮ আগস্ট ২০২৩  

ইতিহাসের এই দিনে : ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফ্রান্স

ইতিহাসের এই দিনে : ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফ্রান্স

আজ মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০২৩ ইংরেজি। ২৪ শ্রাবণ, ১৪৩০ বাংলা। ২০ মহররম, ১৪৪৫ হিজরি। আজ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২০তম (অধিবর্ষে ২২১তম) দিন। বছর শেষ হতে আরো ১৪৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি :

১২২০: সুইডেন লিহুলার যুদ্ধে এস্টানিয়ান উপজাতির কাছে পরাজিত হয়।
১৫৪৯: ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৭৯৬: ৪৪ সদস্য নিয়ে বোস্টন আফ্রিকান সোসাইটি গঠিত হয়।
১৮১০: উর্দু কবি মির্জা গালিব নবাব ইলাহী বকশের কন্যা মারুফকে বিয়ে করেন।
১৮১৫: নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশে যাত্রা শুরু করেন।
১৮৬৪: জেনেভায় রেডক্রস গঠিত হয়।
১৯০৬: বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক বন্দেমাতরম প্রথম প্রকাশিত হয়।
১৯৪৯: ইকুয়েডরে প্রবল ভূকম্পনে ১০ হাজার লোকের মৃত্যু।
১৯৫৫: জেনেভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু।
১৯৬৭: দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আশিয়ান প্রতিষ্ঠিত হয়।
১৯৮৮: দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষণা।

জন্ম :

১৭৩২: জার্মান ব্যাকরণবিদ ও ভাষাবিজ্ঞানী ইয়োহান ক্রিস্টফ আডেলুং।
১৮৮৯: বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জ্যাক রাইডার।
১৯০১: সাইক্লোট্রন উদ্ভাবনের জন্য সুপরিচিত ও নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী আর্নেস্ট লরেন্স।
১৯১০: মার্কিন অভিনেত্রী সিলভিয়া সিডনি।
১৯২৮: ভারতের বিখ্যাত বাঙালি সেতার বাদক বিলায়েত খাঁ।
১৯৩০: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা বেগম ফজিলাতুন নেছা।
১৯৩১: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের ইমেরিটাস অধ্যাপক ও গাণিতিক পদার্থবিজ্ঞানী রজার পেনরোজ।
১৯৩৭: মার্কিন অভিনেতা ও পরিচালক ডাস্টিন হফম্যান।
১৯৫১: মিশরীয় প্রকৌশলী, শিক্ষায়তনিক ও রাজনীতিক এবং মিশরের পঞ্চম প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি।
১৯৮১: সুইস পেশাদারি টেনিস খেলোয়াড় ও ইতিহাসের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড়দের মধ্যে অন্যতম রজার ফেদেরার।
১৯৯০: নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন।

মৃত্যু :

১৮২৪: জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক এবং সাংস্কৃতিক ভাষাতত্ত্বের জনক ফ্রিডরিশ আউগুস্ট ভোলফ।
১৯৭৫: প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায়।
১৯৭৭: খ্যাতনামা বাঙালি কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়।
২০০৯: বিশিষ্ট বাঙালি গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়।

সর্বশেষ
জনপ্রিয়