ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইন্টারনেটে প্রতি মিনিটে কী কী ঘটে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২০  

প্রতি মিনিটে ইন্টারনেটে অনেককিছুই ঘটে। ছবি: সংগৃহীত

প্রতি মিনিটে ইন্টারনেটে অনেককিছুই ঘটে। ছবি: সংগৃহীত

ইন্টারনেটে মানুষ কী না করছে! খবর পড়ছে, মুভি দেখছে, কাজ করে টাকাও কামাই করছে। ইন্টারনেটেরে পরিসর এতটাই বাড়ছে যে এতে মাস ভিত্তিতে তথ্য দেখার পরিসংখ্যানগুলো বোঝা ভার। এমনকি একদিনের হিসেব আপনার সামনে এলেও মাথায় আকাশ ভেঙে পড়বে! তাই প্রতি মিনিটের হিসেবই বেশ যুক্তিযুক্ত।

ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবার মাধ্যমে কী পরিমাণ তথ্য আদান-প্রদান, ভিডিও দেখা, ছবি আপলোড বা ব্রাউজিং করা হয়, তা-ও বোঝা মুশকিল। ইন্টারনেটে প্রতি দিন বা মাসে নয়, প্রতি ৬০ সেকেন্ডে (এক মিনিট) কী ধরনের ডেটা তথ্য লেনদেন ও অর্থ ব্যয় হয়, তার একটি তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রতি মিনিটে ইন্টারনেটে কী কী ঘটে, তা-ও বলা হয়েছে সেই তালিকায়।

* ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ৬০ সেকেন্ডে ৫০০ ঘণ্টা ভিডিও আপলোড করেন ইউটিউবাররা।

* টুইটারের মাধ্যমে প্রতি মিনিটে ৩১৯ নতুন ব্যবহারকারী যুক্ত হন।

* ছবি শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে প্রতি মিনিটে শেয়ার হয় ৩ লাখ ৪৭ হাজার ২২২টি ছবি। 

* ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করে মিনিটে এক লাখ ৫০ হাজার বার্তা পাঠানো হয়।

* এই সময়ে ৬ হাজার ৬৫৯ টি প্যাকেট গ্রাহকের হাতে পৌঁছে দেয় ই-কমার্স সাইট অ্যামাজন।

* পেশাজীবীদের জন্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইট লিংকডইন ব্যবহার করে প্রতি মিনিটে ৬৯ হাজার ৪৪৪ টি চাকরিতে আবেদন করা হয়।

* হোয়াটসঅ্যাপে প্রতি মিনিটে চার কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৬৬৭ টি মেসেজ আদান-প্রদান হয়।

* জুম ব্যবহার করে দুই লাখ ৮ হাজার ৩৩৩জন মানুষ ভিডিও সেবায় যুক্ত হন।

* আমরা যখন ইন্টারনেটে এক মিনিট ধরে ব্যস্ত সময় পার করছি, ঠিক সে সময় পুরো বিশ্বে চার লাখ ৪ হাজারেরও বেশি ঘণ্টা ভিডিও দেখা হচ্ছে নেটফ্লিক্সে।

সর্বশেষ
জনপ্রিয়