ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ইন্টারপোলের রেড নোটিশে ৭৮ সন্ত্রাসীর নাম বিএনপি-জামায়াতের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩, ১৮ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড অ্যালার্ট তালিকায় রয়েছে বিএনপি-জামায়াতের ৭৮ সন্ত্রাসীর নাম। এদের মধ্যে বিএনপির দুই নেতা যারা মানবপাচারকারী হিসেবে পরিচিত। তাদের সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। গত বছর লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের পর বিএনপির রাজনীতির সাথে যুক্ত এই মানবপাচারকারীদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা চায় আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশের যে দুই বিএনপি নেতা ও পলাতক মানবপাচারকারী গ্রেফতার হয়েছেন তারা হলেন- মাদারীপুরের স্থানীয় যুবদল নেতা শাহাদাত হোসেন এবং কিশোরগঞ্জের সাবেক ছাত্রদল নেতা জাফর ইকবাল। এদের মধ্যে শাহাদাত হোসেনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিআইডি গ্রেফতার করে। আর জাফর ইকবালকে গ্রেফতার করা হয়েছে ইতালি থেকে।

সূত্র বলছে, গত বছরের মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে মানবপাচারকারীরা গুলি করে ২৬ জন বাংলাদেশিকে হত্যা করে, সেই মামলায় বিএনপির অনুসারী শাহাদাত ও জাফর আসামি। আরো চার আসামি হলেন- যুবদল নেতা বাংলাদেশি মিন্টু মিয়া, ছাত্রদলের ক্যাডার স্বপন, যুবদল নেতা নজরুল ইসলাম মোল্লা ও বিএনপির কর্মী তানজিরুল। তাদের ধরিয়ে দিতে গত বছরের নভেম্বরে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে।

এদিকে ৭৮ জনের মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতকদের নামও রয়েছে। রয়েছে যুদ্ধাপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতকদের নাম। এরা হলেন- বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরী, খন্দকার আব্দুর রশীদ, নাজমুল আনসার, শরিফুল হক ডালিম, আহমেদ শরিফুল হোসেন, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী। এ তালিকায় যুদ্ধাপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতকদের মধ্যে জামায়াত নেতা আবদুল জব্বার ইঞ্জিনিয়ার ও মাওলানা আবুল কালাম আজাদও রয়েছে।

এছাড়া এ তালিকায় ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় পলাতক মাওলানা তাজউদ্দিন, বিএনপির সাবেক এমপি গোলাম ফারুক অভি ও বিএনপি নেতা হারিস চৌধুরীর নাম ও ছবি আছে।

মানবপাচারকারী, হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন সময়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী যারা পলাতক, তাদের নামেও রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

সূত্র- ডয়চে ভেলে

সর্বশেষ
জনপ্রিয়