ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়াই আগ্রহ বাড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ৮ জুন ২০২২  

সংগৃহীত

সংগৃহীত

বাহরাইনের বিপক্ষেই নয়, এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের তিনটি ম্যাচ নিয়েই বিপুল আগ্রহ মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের। গত ৩ জুন জাতীয় ফুটবল দল ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া পৌঁছালে প্রবাসী বাংলাদেশিরা বিমানবন্দরে উপস্থিত হয়ে অভ্যর্থনা জানিয়েছিলেন জামাল ভূঁইয়াদের।

সেখানেই থেমে ছিল না তারা। বাংলাদেশ যেদিন যে ভেন্যুতে অনুশীলন করেছে, সেই ভেন্যুতেই অনেক প্রবাসী উপস্থিত হয়েছেন। তারা বিভিন্নভাবে বাংলাদেশের ফুটবলারদের উৎসাহ দিয়েছেন।

প্রবাসী বাংলাদেশিদের অপেক্ষার পালা শেষ হচ্ছে বুধবার বিকেলে। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল বাহরাইন।

গত মঙ্গলবার অনুশীলন মাঠে উপস্থিত হয়ে প্রত্যেকটি ম্যাচের দিনে গ্যালারিতে বসে দলকে উৎসাহ ও অনুপ্রেরণা দেবেন বলে ঘোষণা করেছেন সাইফুদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়া থেকে তার বক্তব্যের ভিডিওটি পাঠিয়েছে বাফুফে।

সাইফুদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল মালয়েশিয়া এসেছে। আমরা প্রবাসী বাংলাদেশিরা ওনাদেরকে বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছি। প্রত্যেকদিন চেষ্টা করছি দলকে কিভাবে সহযোগিতা করা যায়। আমরা অনুশীলন মাঠে থাকছি। প্রতিটি ম্যাচেও আমরা মাঠে গিয়ে উৎসাহ দেবো।’

বাংলাদেশের ম্যাচ নিয়ে প্রবাসীদের তুমুল আগ্রহের কথা উল্লেখ করে সাইফুদ্দিন বলেছেন, ‘এখানে অবস্থান করা বাংলাদেশিদের তুমুল আগ্রহ ম্যাচগুলো নিয়ে। আমরা মাঠে গিয়ে বাংলাদেশ দলকে সাপোর্ট করার জন্য মুখিয়ে আছি। আমরা সবাই ভালো রেজাল্টের আশা করছি।’

জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের নাম উল্লেখ করে এই প্রবাসী বাংলাদেশি বলেছেন, ‘আমাদের জামাল ভূঁইয়া, ইব্রাহিম, জিকো, ফাহাদ বিশ্বনাথ, সোহেল রানা এমন সত্তরভাগ খেলোয়াড়ের নাম এখানকার বাংলাদেশিরা জানেন। ইন্দোনেশিয়ার বিপক্ষে আমাদের দল খুব ভালো রেজাল্ট করেছে। এ কারণে প্রবাসীদের আগ্রহ আরো বেড়ে গেছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে যেমন খেলেছি আমরা, এখানে সেরকম ম্যাচ এবং ওই রকম ফলও আশা করছি।’

সর্বশেষ
জনপ্রিয়