ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঈদ উপলক্ষে মুক্তাগাছায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ১৩ মে ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি'র পক্ষে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গরীব, দুস্থ, অসহায়, কর্মহীন, প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি'র নির্দেশনায় ও ময়মনসিংহ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতিমন্ত্রীর পক্ষে মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের ৫০০ জন দুস্থ ও হতদরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর।

ঈদ উপহার হিসেবে প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি লবণ।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, বাবর রাবেয়া নগর আইটি স্কুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ ফয়সাল রাব্বী তানিম, মুক্তাগাছা শহর ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান বাবু, মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দে সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়