ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ৫ ১৪৩০

এক মিনিটের টর্নেডোতে উড়ে গেল সব ঘর

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৭, ৩ জুলাই ২০২২  

পটুয়াখালীতে আকস্মিক টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। লণ্ডভণ্ড হয়ে গেছে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানও। টর্নেডোতে একজনের প্রাণহানি ও দুজন আহত হয়েছেন।

রোববার দুপুরে পটুয়াখালী পৌরসভার নিউমার্কেট এলাকার পূর্বপাশে হুজুরের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বৃষ্টির মধ্যে হঠাৎ ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। দোকানপাট ও ঘরের ছাউনির টিন সবকিছু আকাশে উড়িয়ে নিয়ে যায়। এক মিনিটের মধ্যে সবকিছু গুঁড়িয়ে দেয়। ভয়ে সবাই দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেকে আহত হন।

বৃষ্টির সময় লাউকাঠী নদীতে গোসল করছিলেন শাহিন। এ সময় টিন উড়ে গিয়ে তার শরীরে পড়লে ঘাড় কেটে যায়। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহিন চড়পাড়া এলাকার খবির হাওলাদারের ছেলে ও মাছ ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়