ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

এবার আলোচনায় ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০, ১৯ জুলাই ২০২১  

চিত্রনায়িকা সিমলা

চিত্রনায়িকা সিমলা

অভিনেত্রী হিসেবে তাল কেটে যাওয়ার আগ পর্যন্ত গ্ল্যামার, অভিনয় দক্ষতা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন সিমলা। ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার৷

অনেক দিন সিনেমায় অভিনয় করেন না। আলোচনায় তাকে পাওয়া যায় প্রেম-বিয়ে নিয়ে।

এবার তিনি আলোচনায় কোরবানি উপলক্ষে। জানা গেছে, এবার এ নায়িকা মহিষ কোরবানি দিতে যাচ্ছেন।

‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা ২০১৮ সালে উট কোরবানি দিয়েছিলেন। মাঝের দুই ঈদ দেশে থাকা হয়নি তার। তাই দেশে কোরবানিও দেওয়া হয়নি। এবারের ঈদুল আজহায় দেশে থেকেই উদযাপন করবেন তিনি। দেবেন কোরবানিও।

মহিষ কোরবানি দেয়া প্রসঙ্গে জানিয়ে সিমলা বলেন, ‘২০১৮ সালে আমি উট কোরবানি দিয়েছিলাম মায়ের ইচ্ছায়। এবার মা মহিষ কোরবানির ইচ্ছে করেছেন। মায়ের ইচ্ছায়ই এবার মহিষ কোরবানি দিচ্ছি।'

২০১৮ সালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সদরের কলেজ রোড এলাকায় নিজের গ্রামের বাড়িতে উট কোরবানি দিয়েছিলেন সিমলা। ১০ লাখ টাকা মূল্যের ওই উট কোরবানি দিয়ে সে সময় গ্রামজুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় সিমলার।

সর্বশেষ
জনপ্রিয়