ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এবার ‘কাঁচা বাদাম’ এ সয়লাভ সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ৫ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘পকেটে কি? ভিটামিন সি’ এই ট্রেন্ডের পর দেশের সোশ্যাল মিডিয়ায় এবার ‘কাঁচা বাদাম’ ভাইরাল! এটি মূলত একটি গান, যেটির গায়ক এক ফেরিওয়ালা। তিনি ছন্দে ছন্দে বিভিন্ন জিনিসপত্রের বিনিময়ে কাঁচা বাদাম লেনদেনের কথা বলেছেন!

গ্রামে সাইকেল নিয়ে ঘুরতে দেখা যায় ওই ফেরিওয়ালাকে। মূলত তিনি বিভিন্ন বাড়ি থেকে মোবাইলের কেসিং বা সিটি গোল্ডের পুরনো গহনার পরিবর্তে টাকা অথবা কাঁচা বাদাম বিনিময় করছেন।

তার গানটির কথা অনেকটা এমন-

'হাতের বালা, পায়ের চুরি, সিটি গোল্ডের চেন
দিয়ে যাবেন। আজি সমান সমান বাদাম পাবেন
বাদাম বাদাম দাদা বাদাম বাদাম,
বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।
আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।
আছে কাঁচা বাদাম... '

গানের ভিডিওতে দেখা যায়, যারা তার কাছে কোনো কিছু বিনিময় করতে যাচ্ছেন তখন ক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে, তার কাছে কোনো ‘ভাজা বাদাম’ পাওয়া যাচ্ছে না। তিনি শুধু কাঁচা বাদামের বিনিময়ে বিভিন্ন জিনিস আদান-প্রদান করে থাকেন। কাঁচা বাদামটাই যেন তার কাছে জরুরি বিষয়।

সর্বশেষ
জনপ্রিয়