ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এবার ডিএসসিসির আরেক কর্মকর্তা চাকরি হারালেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ২১ মে ২০২০  

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এর কর্মকর্তা আতাহার আলী খানকে চাকরিচ্যুত করা হয়েছে। বর্তমানে নগর পরিকল্পনা বিভাগে সংযুক্ত ছিলেন তিনি।

বুধবার ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ চাকরিচ্যুত করা হয়।

এর আগে গত রোববার ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ডিএসসিসির মেয়র পদে দায়িত্বগ্রহণ করে অফিসের প্রথম দিনই প্রভাবশালী দুই শীর্ষ কর্মকর্তাকে অপসারণ করছিলেন। 

অফিস আদেশে বলা হয়েছে, ডিএসসিসির রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এর কর্মকর্তা বর্তমানে নগর পরিকল্পনা বিভাগে সংযুক্ত আতাহার আলী খানকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯ এর বিধি ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ডিএসসিসির স্বার্থে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদ প্রাপ্য হবেন।

গত রোববার চাকরিচ্যুত ওই দুই কর্মকর্তা হলেন- ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়